কেরলের সাবরিমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্ৰবেশাধিকারের রায় সুপ্ৰিমকোর্টের

কেরলের সাবরিমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্ৰবেশাধিকারের রায় সুপ্ৰিমকোর্টের
Published on

কেরলের সাবরিমালা মন্দিরের দরজা এখন সব বয়সের মহিলাদের জন্য খোলা থাকবে। সুপ্ৰিমকোর্ট শুক্ৰবার এক রায়ে একথা ঘোষণা করেছে। সর্বোচ্চ আদালত ওই রায়ে বলেছে,বিশ্বাস,আস্তার স্বাধীনতায় বায়োলজিক্যাল ও মনোতাত্ত্বিক কারণগুলি কখনোই গ্ৰহণযোগ্য নয়।(এভানকোর দেবাসোম বোর্ড-রায়টি মেনে নিতে রাজি হয়েছে। বোর্ড বলেছে,ওই রায় পর্যালোচনার জন্য কোনও রিভিউ পিটিশন দাখিল করবে না তারা। মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰের নেতৃত্বে পাঁচ সদস্যে বেঞ্চ ওই রায় দেয়। বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি আরএফ নরিম্যান,বিচারপতি এএম খানউইলকর,বিচারপতি ডি ওয়াই চন্দ্ৰচূড় ও ইন্দু মালহোত্ৰা। বেঞ্চ বলেছে,ধর্ম হচ্ছে জীবনে চলার একটা পথ যা মূলত ঐশ্বরিক শক্তির সঙ্গে জীবনকে সংযোগ করে। সাবরিমালা মন্দিরে মহিলাদের প্ৰবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা করা হয়েছিল তার পরিপ্ৰেক্ষিতেই ওই রায় দেয় শীর্ষ আদালত।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com