
কোকরাঝাড় পুলিশ এবং সেনাবাহিনীর ২১৩ কোবরা রেজিমেন্টের জওয়ানরা সোমবার যৌথ অভিযান চালিয়ে কোকরাঝাড়ের চন্দ্ৰপুর থেকে ন্যাশনাল সাঁওতাল লিবারেশন আর্মির(আলোচনা বিরোধী)(এনএসএলএ-এটি)এক ক্যাডারকে গ্ৰেপ্তার করেছে। ধৃত ক্যাডারটিকে স্বপন মার্ডি নামে শনাক্ত করা হয়েছে। মার্ডি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত বলে সন্দঽ করা হচ্ছে। যৌথ দলটি বর্তমানে তাকে জেরা করছে।