কোকরাঝাড়ে ধৃত এনডিএফবি(এস)এর দুই সদস্য

কোকরাঝাড়ে ধৃত এনডিএফবি(এস)এর দুই সদস্য
Published on

কোকরাঝাড়ঃ সেনা ও পুলিশের একটি যৌথ দল বুধবার কোকরাঝাড় জেলা থেকে এনডিএফবি(এস)এর একজন কট্টর জঙ্গি এবং একজন ওভারগ্ৰাউন্ড কর্মীকে আটক করেছে। সেনা সূত্ৰটি বলেছে,সরলভাঙা নদীর কাছে রিপু সংরক্ষিত বনাঞ্চলে জঙ্গিদের চলাচলের খবর বিশ্বস্তসূত্ৰে পাওয়ার পরই ২৪ জুলাই রাতে সেনা ও পুলিশ অভিযানে নেমে তাদের ধরে ফেলে। ধৃতদের একজনের নাম ডিকাম বসুমতারি ওরফে দেরহাসাত। সে সংগঠনের স্বঘোষিত সার্জেন্ট। ধৃত অন্য ব্যক্তিকে সংগঠনের ওভারগ্ৰাউন্ড কর্মী জিবিয়ার বসুমতারি বলে শনাক্ত করা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com