ক্ষমতায় এলে অনুপ্ৰবেশ,সন্ত্ৰাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়বোঃ মোদি

ক্ষমতায় এলে অনুপ্ৰবেশ,সন্ত্ৰাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়বোঃ মোদি
Published on

গহপুরঃ বিশ্বনাথ জেলার গহপুরে শনিবার নির্বাচনী সভায় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বলেন,ফের ক্ষমতায় এলে দেশে অনুপ্ৰবেশ,সন্ত্ৰাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়বে এই দমদার চৌকিদার নমো।

তিনি বলেন,আপনাদের সামনে একদিকে রয়েছে দমদার চৌকিদার(নরেন্দ্ৰ মোদি)এবং অন্যদিকে রয়েছে ‘মহা মিলাওটি পরিবার’ অর্থাৎ কংগ্ৰেস। তিনি বলেন,গত পাঁচ বছরে এই অঞ্চলে অনুপ্ৰবেশ ও সন্ত্ৰাসের বিরুদ্ধে লড়েছে সরকার। এবং এটা সম্ভব হয়েছে এই অঞ্চলের মানুষের আশীর্বাদের জন্য। কংগ্ৰেস গত ৭০ বছর ধরে অসমকে শুধু ঠকিয়েই এসেছে। তিনি বলেন,সরকার চা উপজাতিদের জন্য প্ৰধানমন্ত্ৰী শ্ৰমযোগী মনধন পেনশন যোজনা চালু করেছে। এই স্কিমে নির্দিষ্ট একটা বয়স সীমায় পৌঁছনোর পর মানুষ প্ৰতিমাসে তিন হাজার টাকা করে পেনশন দাবি করতে পারবেন। এদিন এর আগে অরুণাচল প্ৰদেশের পশ্চিম শিয়াং জেলার আলোতে প্ৰধানমন্ত্ৰী নির্বাচনী সভা করেন। এর পর সভা করেন মরানে। সবশেষে গহপুরে তেজপুর লোকসভা কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী পল্লবলোচন দাস ও লখিমপুর লোকসভা কেন্দ্ৰের প্ৰার্থী প্ৰদান বরুয়ার হয়ে প্ৰচার চালান তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com