গণপ্ৰহারের বিরুদ্ধে রুল প্ৰস্তুত করছে ত্ৰিপুরা সরকার

গণপ্ৰহারের বিরুদ্ধে রুল প্ৰস্তুত করছে ত্ৰিপুরা সরকার
Published on

সুপ্ৰিমকোর্টের নির্দেশিকার পর ত্ৰিপুরা সরকার রাজ্যে গণপিটুনি,হিংসা ও উন্মত্তদের আক্ৰমণে নিহত এবং ক্ষতিগ্ৰস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার স্কিমটি রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। ত্ৰিপুরার আইনমন্ত্ৰী রতনলাল নাথ আজ বলেছেন গণপ্ৰহারের মতো ঘটনা প্ৰতিরোধে ওই স্কিমের অধীনে এক মাসের মধ্যে একটা রুল প্ৰস্তুত করতে সুপ্ৰিমকোর্ট গত মাসে সব রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল। এরই ফলশ্ৰুতিতে স্কিমটি ত্ৰিপুরায় চালু ও রূপায়ণ করা হচ্ছে এবং এব্যাপারে মন্ত্ৰিসভাও অনুমোদন জানিয়েছে। রাজ্যে এজাতীয় ঘটনায় কেউ মারা গেলে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তাছাড়া যারা এজাতীয় ঘটনায় পঙ্গু হবেন তাদের দুই লক্ষ,৮০ শতাংশ বা তার বেশি আঘাতপ্ৰাপ্তদের ১ লক্ষ টাকা,৪০ থেকে ৮০ শতাংশ আহতদের ৯৫ হাজার টাকা দেওয়া হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com