গাজিয়াবাদে মসজিদের ছাদ থেকে বস্তাবন্দি কিশোরীর শব উদ্ধার

গাজিয়াবাদে মসজিদের ছাদ থেকে বস্তাবন্দি কিশোরীর শব উদ্ধার
Published on

দেশে শিশু,কিশোরীর ওপর আক্ৰমণের ঘটনা লেগেই আছে। রবিবার গাজিয়াবাদের মুরাদনগর শহরের একটি মসজিদের ছাদ থেকে একটি গানি ব্যাগে রাখা সাত বছর বয়সী একটি কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। গত শনিবার রাত প্ৰায় একটা নাগাদ নিজের বাড়ি থেকে নিরুদ্দেশ হয় কিশোরীটি। বরিষ্ঠ পুলিশ সুপার বৈভব কৃষ্ণ বলেন,পরিবারের লোকেরা মুরাদনগর থানায় এফআইআর দাখিল করেছেন। ভোর ৪-৩০ টায় একজন ব্যক্তি মসজিদের ছাদে গিয়ে একটি বস্তা ওখানে পড়ে থাকতে দেখেন। ওই ব্যাগে একটি মেয়ের মৃতদেহ দেখতে পান। এর পরই মেয়েটির পরিবার ও পাড়া পড়শির খবর দেওয়া হয়। খবর পেয়েই মেয়েটির বাবা ও পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান-বলেন এসএসপি। তিনি আরও উল্লেখ করেন কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ কর্তা জানান,মেয়েটিকে ধারালো অস্ত্ৰের ঘায়ে হত্যা করা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com