
গুয়াহাটিঃ দিল্লির গুরুগ্ৰাম অঞ্চলে আবার ঘটলো এক অমানবিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা। ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে তিন বছরের একটি শিশু কন্যার মৃতদেহ। কোনও নরপিশাচ শিশুকে ধর্ষণের পর হত্যা করে ওই এলাকায় ফেলে রেখে গেছে। গত রবিবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল।
মৃত কন্যা শিশুর পরিবারের লোকেরা জানিয়েছেন,রবিবার সকাল থেকে শিশুটির কোনও হদিশ পাওয়া যাচ্ছিলো না। তবে পরিবারের লোকেরা শিশুটি নিরুদ্দেশ হওয়া সম্পর্কে পুলিশের কাছে কোনও এফআইআর করেননি।
ইট দিয়ে ঢেকে রাখা এবং শিশুটির গোপনাঙ্গে ১০ সেণ্টিমিটার দীর্ঘ একটা কাঠের স্টিক দিয়ে রাখা অবস্থায় শবটি উদ্ধার করা হয়। তাছাড়া পলিথিনের ব্যাগ দিয়ে শিশুটির মুখ মুড়ে রাখা হয়েছিল। গুরুগ্ৰামের গোগা কলোনির একটি ফাঁকা দোকান থেকে আজ শিশুটির শব উদ্ধার করা হয়।