
মহানগরী গুয়াহাটি সহ রাজ্যের সব প্ৰান্তে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিলের দাবিতে ৪৬টি জাতীয় সংগঠনের ডাকা ১২ ঘণ্টা অসম বনধে আজ সর্বাত্মক প্ৰভাব পরিলক্ষিত হয়। অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ,কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি,আটসা,এসইউসিআই,যুব কংগ্ৰেস,মরান ছাত্ৰ সংস্থা সহ ৪৬টি জাতীয় সংগঠন জাতিধ্বংসী বিলের বিরুদ্ধে এই বনধ ডাকে। নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আহূত এই বনধের প্ৰতি রাজ্যের মানুষজনকে ব্যাপকভাবে সমর্থন জানাতে দেখা গেছে। সরকারি,বেসরকারি কার্যালয়েও প্ৰভাব দেখা গেছে বনধের। দোকানপাট,ব্যবসা প্ৰতিষ্ঠানের ঝাঁপ বন্ধ রয়েছে গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন স্থানে। বন্ধ রয়েছে শিক্ষা প্ৰতিষ্ঠানগুলি। পথে যানবাহনের সংখ্যাও সীমিত। রাজ্য পরিবহণের কিছু বাস চললেও বেসরকারি বাস পথে নামেনি।
গুয়াহাটি মহানগরীর সর্বত্ৰ বনধের ব্যাপক প্ৰভাব দেখা গেছে। সকাল ৬টা থেকেই ব্যস্ত মহানগরীতে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ব্যক্তিগত কিছু গাড়ি,অটো ছাড়া অন্য কোনও যানবাহন চলতে দেখা যায়নি। ব্যক্তি মালিকানাধীন সিটিবাস বন্ধ থাকায় রাজ্য সরকার বনধের বিরোধিতা করে কিছু এএসটিসি বাস চালানোর ব্যবস্থা করে। গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্ৰতিবাদ জানান বনধ সমর্থকরা।
এদিন রাজ্যের বিভিন্ন স্থানে প্ৰতিবাদকারীরা রেল অবরোধও করেন। মরিয়নির চেলেংহাটে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির কর্মীরা রেল অবরোধ করে প্ৰতিবাদ জানান। ডিব্ৰুগড়-রঙিয়া ইত্যাদি স্থানে নিম্নমুখী ট্ৰেন অবরোধ করেন প্ৰতিবাদকারীরা। লখিমপুর রেল স্টেশনেও রঙিয়া-মুর্কংসেলেক অভিমুখী যাত্ৰীবাহী রেল অবরোধ করেন বনধ সমর্থকরা। রাজ্যের বিভিন্ন স্থানে বনধ সমর্থকদের গ্ৰেপ্তার করার খবরও পাওয়া গেছে।