গুয়াহাটির শরনিয়া পাহাড় চূড়ায় গান্ধী মণ্ডপে তৃতীয় দীর্ঘতম ফ্ল্যাগপোল উদ্বোধন করলেন সোনোয়াল

গুয়াহাটির শরনিয়া পাহাড় চূড়ায় গান্ধী মণ্ডপে তৃতীয় দীর্ঘতম ফ্ল্যাগপোল উদ্বোধন করলেন সোনোয়াল
Published on

জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল আজ গুয়াহাটির শরনিয়া পাহাড় চূড়ায় গান্ধী মণ্ডপ চত্বরে দেশের তৃতীয় উচ্চতম জাতীয় ফ্ল্যাগপোলটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। আজ সকালে ৩১৯.৫ফুট উচ্চতার ফ্ল্যাগপোলটি উদ্বোধন করা হয়। পোলে জড়ানো জাতীয় পতাকার মাপ হচ্ছে ১২০*৮০ ফুট। এরআগে গত ২৪ সেপ্টেম্বর পতাকাটি ওড়ানোর পরীক্ষামূলক কাজ সম্পাদন করা হয়েছিল।

সোনোয়ালের সঙ্গে উদ্যোগ ও বাণিজ্য দপ্তরের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারিও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সরকারি সূত্ৰের মতে ফ্ল্যাগপোলটির নকশা ও নির্মাণে আনুমানিক খরচ হয়েছে ৩.৯২ কোটি টাকা।

উল্লেখ্য,দেশের সর্বোচ্চ ফ্ল্যাগপোলটি রয়েছে পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে। এটি নির্মাণে ব্যয় হয়েছিল ৩.৫০ কোটি টাকা এবং এটি উদ্বোধন করা হয়েছিল ২০১৭ সালে। মুখ্যমন্ত্ৰী সোনোয়াল টুইটারে লিখেছেন,গান্ধীজয়ন্তীর দিন ভারতের দীর্ঘ পতাকা উত্তোলন করতে পেরে তিনি গর্ব বোধ করছেন। বিশাল ফ্ল্যাগপোলটি মণ্ডপ এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে-টুইটে লিখেছেন তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com