
অসম লোকসেবা আয়োগ(এপিএসসি)কেলেংকারিতে অভিযুক্ত ৯ জন এপিএস ও এসিএস আধিকারিককে আজ গৌহাটি হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে। জামিন পাওয়া আধিকারিকরা হলেন,দীপক খনিকর,কুনাল দাস,সাবিরা ইমরান,গীতালি দলে,সুদীপ্তা গোস্বামী,রুমি শইকিয়া,দিলীপ কুমার কলিতা,বদরুল ইসলাম ও সুনয়না আইদেউ। জামিন পেলেও তাঁরা রাজ্যের বাইরে যেতে পারবেন না। তাদের পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে। এরা এপিএসসি-র প্ৰাক্তন অধ্যক্ষ অভিযুক্ত রাকেশ পালকে টাকা দিয়ে চাকরি কিনেছিলেন বলে অভিযোগ রয়েছে।