জোহানেসবার্গে বুধবার শুরু ব্ৰিকস শীর্ষ সম্মেলন

জোহানেসবার্গে বুধবার শুরু ব্ৰিকস শীর্ষ সম্মেলন
Published on

জোহানেসবার্গে বুধবার শুরু হলো দশম ব্ৰিকস(বিআরআইসিএস)শীর্ষ সম্মেলন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। ব্ৰিকস সদস্যভুক্ত ব্ৰাজিল,রাশিয়া,চিন ও দক্ষিণ আফ্ৰিকা অংশ নিয়েছে সম্মেলনে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্ৰে যখন একটা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে,৫ দেশীয় ব্ৰিকস সম্মেলন সে সময়েই অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বেশ কিছু কার্যকরী পদক্ষেপ গ্ৰহণ করা হবে বলে আশা করা হচ্ছে। আঁচ করা হচ্ছে,আমেরিকার রাষ্ট্ৰপতি ডোনাল্ড ট্ৰাম্পের সংস্করণ ব্যবস্থার প্ৰতি চিন প্ৰতিবাদ জানাবে। ভারতও সংরক্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলবে। আন্তঃসীমান্ত সন্ত্ৰাস,অর্থপাচার,জঙ্গিদের আর্থিক মদত,সাইবার স্পেস ইত্যাদি ইস্যু নিয়ে মোদি ব্ৰিকস সদস্য রাষ্ট্ৰগুলিকে সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com