টরেন্টতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে হত ২,গুরুতর আহত ১৩

টরেন্টতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে হত ২,গুরুতর আহত ১৩
Published on

টরেন্টর গ্ৰিক টাউন জেলায় রবিবার এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একটি যুবতী ও একজন মহিলার মৃত্যু হয়। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় বন্দুকধারীটিও মারা যায়। বেলা ১০ টা নাগাদ ডেনফোর্থ-এর কাছে এবং পাপে অ্যাভিনিউতে ঘটা এই ঘটনায় ১৩ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। নয় বছরের একটি মেয়ের অবস্থা খুবই সঙ্গিন। ভিডিও ফুটেজে দেখা গেছে বন্দুকধারীর পরনে কালো পোশাক ও মাথায় কালো টুপি। কানাডায় এবছর দুশোটির মতো এধরনের গুলি চালনার ঘটনা ঘটছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com