ট্ৰেনে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰী খুনের রহস্য উদঘাটন করতে পারে ব্যানার্জির আঁকা ছবি

ট্ৰেনে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰী খুনের রহস্য উদঘাটন করতে পারে ব্যানার্জির আঁকা ছবি
Published on

ডিব্ৰুগড়-রঙিয়া এক্সপ্ৰেস ট্ৰেনে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্ৰীকে ধর্ষণ ও রহস্যজনক হত্যার ঘটনা সম্পর্কে কলকাতায় স্কেচ শিল্পী দেবাশিস ব্যানার্জি বৃহস্পতিবার শিবসাগরে এসে পৌঁছন। ছাত্ৰীর মায়ের বয়ান অনুযায়ী ওই কামরায় তাঁর মেয়ের সঙ্গে থাকা ব্যক্তিটির ছবি আঁকছেন ব্যানার্জি। শনিবার সকালে মা শিবসাগর স্টেশনে গিয়েছিলেন মেয়েকে গাড়িতে তুলে দিতে। কোচে থাকা লোকটি মেয়টিকে গাড়িতে উঠতে সাহায্য করেছিল। কোচে তখন কেউ ছিল না। ব্যানার্জির আঁকা ছবি এই খুনের রহস্য উদঘাটনে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com