ডকমকা কাণ্ডে গ্ৰেপ্তার আর দুই

ডকমকা কাণ্ডে গ্ৰেপ্তার আর দুই
Published on

গুয়াহাটিঃ ডকমকা কাণ্ডে ধৃত এক অভিযুক্ত তদন্তকারী দলকে বলেছে যে সে মারপিটের ঘটনা পুলিশকে জানাবে উল্লেখ করায় উন্মত্ত জনতা এর পরিণাম ভয়ঙ্কর হবে বলে তাকে শাসিয়েছিল। এদিকে ঘটনার প্ৰধান অভিযুক্ত আলফাজোজ তিমুং ওরফে আলফাকে গ্ৰেপ্তার করার পর কার্বি আংলং পুলিশ বুবাই রাভা ও বিজয় স্বর্গীয়ারি নামে আর দুজনকে শুক্ৰবার পানজুরি কছারিবস্তি থেকে গ্ৰেপ্তার করেছে। এই নিয়ে গ্ৰেপ্তারের সংখ্যা-৩০ জনে দাঁড়াল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com