
ডিগবয়ে ফের ঘটলো এক জঘন্য ঘটনা। এক কামুক ব্যক্তির কামনার শিকার হলো ১১ বছর বয়সের একটি কিশোরী। ডিগবয়ের গুপ্ত কুটিরের বাসিন্দা জয়ন্ত চৌধুরী(৪৭)বিরুদ্ধে কিশোরীটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে কিশোরীটি একাই বাড়িতে ছিল। কিশোরীর মা,বাবা গিয়েছিলেন হাসপাতালে। ওই সু্যোগেই লম্পট ব্যক্তিটি তার কামনা চারিতার্থ করে।
কিশোরীটির কান্নাকাটি শুনে জিজ্ঞাসাবাদ করায় প্ৰকৃত ঘটনা প্ৰকাশ্যে চলে আসে। খবর পেয়ে পুলিশ ছুটে এসে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করায় ঘটনার কথা পুলিশকে খুলে বলে কিশোরীটি। ওদিকে স্থানীয় লোকেরা ওই নরাধম জয়ন্তকে উত্তম মাধ্যম দিয়ে ডিগবয় পুলিশের হাতে সমঝে দেন। পুলিশ বর্তমানে জয়ন্তকে হেফাজতে রেখে জেরা করছে।