ডেড সি’-কাছে আচমকা বন্যার তোড়ে ১৮ জনের মৃত্যু

ডেড সি’-কাছে আচমকা বন্যার তোড়ে ১৮ জনের মৃত্যু
Published on

জর্ডনের মিডল স্কুলের কিছু ছাত্ৰ ও শিক্ষক শিক্ষামূলক ভ্ৰমণে গিয়েছিলেন ডেড সি-র কাছে উষ্ণ প্ৰস্ৰবন এলাকায়। বৃহস্পতিবার প্ৰচণ্ড বৃষ্টিতে ওই এলাকায় আচমকা বন্যার ঝাপটায় ভেসে যান ছাত্ৰ-শিক্ষকের দলটি। এই প্ৰাকৃতিক দুর্যোগে ১৮ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য ৩৫ জন আহত হন। প্ৰবল জলস্ৰোতে কয়েক কিলোমিটার দূরে ভেসে যান এরা। তবে প্ৰাকৃতিক দুর্যোগের করাল থাবা থেকে ১৩ জন অক্ষত বেঁচে যান। ওই এলাকায় উপস্থিত বেশকিছু ব্যক্তি পাশে থাকা পাথরের উপর উঠে নিজেদের বাঁচাতে সক্ষম হন।

জর্ডন সরকারের অনুরোধে ইজরায়েল সামরিক বাহিনী একটি উদ্ধার ও ত্ৰাণ সাহায্যকারী দলকে ওই এলাকায় পাঠিয়েছে। ফরিদ-অল-সারা বলেছে,বৃহস্পতিবার বিকেলে মিডল স্কুলের ৩৭টি ছাত্ৰ,৭ জন শিক্ষক এবং অন্যান্যরা ওই এলাকায় গিয়েছিলেন। কিছু পর্যটক ওই এলাকায় যখন খাবার খাচ্ছিলেন তখনই ঝড়ের বেগে নেমে আসে জলধারা। নিমেষে গোটা এলাকা ভাসিয়ে দেয়। জলের তোড়ে ছাত্ৰগুলি ৪-৫ কিলোমিটার দূরে ভেসে যায়। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। প্ৰধানমন্ত্ৰী ওমর রাজাজ আহতদের দেখে এসেছেন। এই প্ৰাকৃতিক দুর্যোগের প্ৰেক্ষিতে জর্ডনের রাজা আবদুল্লা দ্বিতীয় শুক্ৰবার তাঁর বাহরিন সফর বাতিল করার কথা ঘোষণা করেছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com