তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ,৩ বছর জেল ও জরিমানার সিদ্ধান্ত নিল কেন্দ্ৰ

তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ,৩ বছর জেল ও জরিমানার সিদ্ধান্ত নিল কেন্দ্ৰ
Published on

কোনও মুসলিম পুরুষ তার পত্নীকে তিন তালাক দিলে সেই ব্যক্তির তিন বছর পর্যন্ত জেল হবে। সঙ্গে থাকছে জরিমানাও। ভারত সরকার তিন তালাক প্ৰথার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহণের সিদ্ধান্ত নিয়েছে। গত আগস্টে তিন তালাক বিল নিয়ে আইন আনতে ব্যর্থ হবার পরই কেন্দ্ৰীয় সরকার এই প্ৰথার বিরুদ্ধে একটি কার্যকরী নির্দেশ জারি করে। উল্লেখ্য,মুসলিম সামাজিক প্ৰথা অনু্যায়ী কোনও পুরুষ তার স্ত্ৰীর কাছ থেকে বিচ্ছেদ চাইলে তিন তালাক একটা বৈধ ধারণা বলেই মানা হয়।

কিন্তু কোনও মুসলিম পুরুষ যখন তখন তিন তালাক উচ্চারণ করে স্ত্ৰীকে জীবন থেকে সরিয়ে ফেলার প্ৰথাটি তালাক-ই-বিদত নামে অভিহিত। এই সামাজিক প্ৰথায় পুরো ক্ষমতা থাকছে পুরুষদের হাতে। এই প্ৰথায় মুসলিম মহিলারা নিছকই পণ্য হিসেবে বিবেচিত হচ্ছেন,যাকে যখন তখন জীবন থেকে ছুঁড়ে ফেলা যায়। সরকার এই প্ৰথার সংশোধনেই আইন আনতে চেয়েছিল। তবে সব মুসলিম সমাজে যখন তখন তিন তালাক প্ৰথা গ্ৰহণযোগ্য নয়। তারা বিবাহ বিচ্ছেদ ঘটাতে হলেও অন্তত তিন মাস সময় দিয়ে সঠিক পথে বিবাহ বিচ্ছেদের পক্ষপাতী।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com