
গুয়াহাটিঃ তিনসুকিয়া জেলার ধলা-শদিয়ায় ভূপেন হাজরিকা সেতুর কাছে বৃহস্পতিবার রাতে সশস্ত্ৰ দুষ্কৃতীর গুলিতে নিহত পাঁচ ব্যক্তির প্ৰত্যেক নিকটাত্মীয়ের জন্য সরকারের পক্ষ থেকে এককালীন ৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন মন্ত্ৰী কেশব মহন্ত। নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। সেনার পোষাকধারী দুষ্কৃতীদের গুলির মুখ থেকে ফিরে আসা কিশোরটিকে উপযুক্ত নিরাপত্তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মন্ত্ৰী।
বৃহস্পতিবার রাতে উজানের তিনসুকিয়া জেলায় ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এই ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দেন। তিনি বলেছেন,এভাবে নিরীহ মানুষ হত্যা করে কোনও সমস্যার সমাধান হবে না। মুখ্যমন্ত্ৰী ঘটনার পরপরই রাজ্যের জল সম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত,বিদ্যুৎ বিভাগের প্ৰতিমন্ত্ৰী তপন কুমার গগৈ,পুলিশ প্ৰধান কুলধর শইকিয়া ও অতিরিক্ত পুলিশ প্ৰধান-মুকেশ আগরওয়ালাকে তাৎক্ষণিকভাবে অকুস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।
একই সঙ্গে সোনোয়াল রাজ্যের অন্যান্য জেলায়ও পরিস্থিতির প্ৰতি শ্যেন দৃষ্টি রেখে প্ৰয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। নিহতদের প্ৰতি গভীর শোক প্ৰকাশ করে শোকসন্তপ্ত পরিবারগুলির প্ৰতি সমবেদনা জানিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্ৰী রাজ্যের সব শ্ৰেণির মানুষকে শান্তি-সম্প্ৰীতি অটুট রাখারও আহ্বান জানিয়েছেন।