
তিনসুকিয়া জেলার লেখাপানি ফালেংগাঁওয়ের একটি ছাত্ৰী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা স্বাধীনে যোগদান করার তথ্য প্ৰকাশ্যে আসার খবরে সর্বত্ৰ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্ৰীটি জাগুন হাইস্কুলে দশম শ্ৰেণিতে পড়ছিল বলে জানা গেছে। করিশ্মা মেচ নামে ছাত্ৰীটির আলফায় যোগ দেওয়ার কারণ এখনও জানা যায়নি। আরও জানা গিয়েছে গত সপ্তাহ খানেক ধরে ছাত্ৰীটি নিখোঁজ রয়েছে।
রাজ্যে নাগরিকত্ব(সংশোধনী)বিল নিয়ে সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারের ওপর আস্থা হারিয়ে ছাত্ৰীটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে একাংশ মানুষ সন্দেহ করছেন। স্কুল ছাত্ৰীটি আলফা স্বাধীনে যোগ দেওয়ার খবর জানতে পেরেছে পুলিশ। গত কিছুদিন ধরে একাংশ যুবক যুবতীর আলফা স্বাধীনের প্ৰতি আকর্ষণের ঝোঁক দেখা যাচ্ছে।
দেরগাঁওয়ের সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)একজন নেতা আলফা স্বাধীনে যোগ দেওয়ার পর ওদালগুড়ি জেলার কলাইগাঁওয়ের দুজন যুবকের জঙ্গি সংগঠনে শামিল হওয়ার খবর পাওয়া গিয়েছিল।