তৃণমূলের দুর্গে আঘাত,পশ্চিমবঙ্গে ১৭টি আসনে এগিয়ে বিজেপি

তৃণমূলের দুর্গে আঘাত,পশ্চিমবঙ্গে ১৭টি আসনে এগিয়ে বিজেপি
Published on

পশ্চিমবঙ্গে এবার লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্ৰেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ভোট গণনায় তার আভাস স্পষ্ট। দুপুর ১টা পর্যন্ত ভোট গণনায় বিজেপি রাজ্যে ১৭টি আসনে এগিয়ে রয়েছে। গত লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে মাত্ৰ দুটি আসন কব্জা করতে পেরেছিল। এবার রাজ্যে বিজেপির এটা এক বিরাট উত্থানই বলা যায়। অন্যদিকে,ভারতীয় জাতীয় কংগ্ৰেস মাত্ৰ ১টি আসনে অগ্ৰগতি ধরে রেখেছে এখন পর্যন্ত।

পশ্চিমবঙ্গে এবার হিংসাত্মক পরিবেশের মধ্যেই ৭ দফায় লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্যে লোকসভার আসন রয়েছে ৪২টি। বিভিন স্থানে শাসক দল তৃণমূল কংগ্ৰেস ও বিজেপি সমর্থকদের মারদাঙ্গা ও হিংসাশ্ৰয়ী ঘটনার মধ্য দিয়ে নির্বাচন পর্ব সমাপ্ত হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com