তেজপুর কেন্দ্ৰ বিজয়ী বিজেপির পল্লব লোচন

তেজপুর কেন্দ্ৰ বিজয়ী বিজেপির পল্লব লোচন

Published on

অসমের ১৪টি লোকসভা আসনের মধ্যে বেশকটির ফলাফল ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। তেজপুর লোকসভা কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী পল্লব লোচন দাস কংগ্ৰেস প্ৰার্থী এমজিভিকে ভানুকে পরাস্ত করেন। দাস পেয়েছেন ৪,৪৫,৭৯৬টি ভোট। ভানুর ঝুলিতে ভোট পড়ে ২,৬৮,০৬০টি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com