দিল্লিতে কৃষক মজদুর সমাবেশ,সংসদ অভিমুখে যাত্ৰা প্ৰতিবাদকারীদের

দিল্লিতে কৃষক মজদুর সমাবেশ,সংসদ অভিমুখে যাত্ৰা প্ৰতিবাদকারীদের
Published on

কৃষক এবং বিভিন্ন ক্ষেত্ৰের শ্ৰমিকরা ভূমি বিষয়ক সংকট অবসানের দাবিতে আজ নতুন দিল্লিতে গণ সমাবেশের জন্য রামলীলা ময়দান থেকে সংসদ অভিমুখে যাত্ৰা করে। প্ৰতিবাদকারীরা সরকারের ‘শ্ৰমিক বিরোধী,জনবিরোধী এবং রাষ্ট্ৰবিরোধী’ নীতির প্ৰতিবাদে শ্লোগান দেন। প্ৰতিবাদকারীরা শস্যের ন্যায্য মূল্য,নিয়োগ,কৃষকদের উৎপাদিত সামগ্ৰীর যথার্থ মূল্য ও গরিব চাষিদের ঋণ মকুবের দাবি জানায়। মজদুর কৃষক সংঘর্ষ নামের এই মেগা সমাবেশ এটাই প্ৰথম।

সিপিআই(এম)স্বীকৃত সারা ভারত কৃষি কর্মী ইউনিয়ন(এআইএডব্লিউইউ)এবং সেণ্টার ফর ইন্ডিয়ান ট্ৰেড ইউনিয়ন(সিটু)এতে অংশ নেয়। পুলিশ সূত্ৰ জানাচ্ছে রামলীলা ময়দান থেকে শুরু হয়ে মিছিল রঞ্জিৎ সিং উড়াল সেতু,টলস্টয় মার্গ হয়ে সংসদ ভবনের পথে এগিয়ে যায়। সারা ভারত কিষান সভার যুগ্ম সচিব ভিজো কৃষ্ণন জানান,প্ৰায় দুলাখ মানুষ এই সমাবেশে অংশ নেয়। দেশের ২৩টি রাজ্যের এক লক্ষেরও বেশি কৃষক ও শ্ৰমিক এমাসের গোড়া থেকেই দিল্লিতে এসে পৌঁছেন,কৃষকদের উৎপাদিত সামগ্ৰীর ন্যায্য মূল্য সংশোধনের দাবি জানাতে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com