দিল্লিতে ফাঁসিতে ঝোলা অবস্থায় উদ্ধার হওয়া কিশোর অ্যাথলিটের মৃত্যু

দিল্লিতে ফাঁসিতে ঝোলা অবস্থায় উদ্ধার হওয়া কিশোর অ্যাথলিটের মৃত্যু
Published on

গুয়াহাটিঃ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের হোস্টেল থেকে মঙ্গলবার রাতে ফাঁসিতে ঝোলা অবস্থায় জীবন্ত উদ্ধার হওয়া ১৮ বছর বয়সী অ্যাথলিটটির বুধবার সকালে মৃত্যু হয়। উত্তর প্ৰদেশের আলিগড়ের এই কিশোর অ্যাথলিটটি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের হোস্টেল থাকতো। পুলিশ রিপোর্ট অনু্যায়ী মঙ্গলবার সন্ধ্যা ৬-৩০ মিনিট নাগাদ জনৈক ব্যক্তির কাছ থেকে পুলিশের কন্ট্ৰোল রুম ফোন আসে কিশোরটি তার রুমে ফাঁসিতে ঝোলা সম্পর্কে।

খবর পেয়ে সময় নষ্ট না করে পুলিশ ছুটে এসে হোস্টেলের রুম থেকে কিশোরটিকে সংকটজনক অবস্থায় উদ্ধারের পর সফদারজং হাসপাতালে ভর্তি করে। কিন্তু অ্যাথলিটকে বাঁচানো সম্ভব হয়নি। বুধবার সকালে তার মৃত্যু। অ্যাথলিটটি একজন দৌড়বিদ। পুলিশ মৃতের পরিবারকে এখবর জানিয়েছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার(সাই)একজন কর্মকর্তা বলেছেন,ঘটনার আগের দিন সকালে বাবার সঙ্গে কিশোরটির তর্কাতর্কি হয়েছিল। পুলিশ ঘটনার সবিশেষ তদন্ত করছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com