দিল্লির কেরল বাগে ফ্যাক্টরিতে আগুন লেগে ৪ জনের মৃত্যু

দিল্লির কেরল বাগে ফ্যাক্টরিতে আগুন লেগে ৪ জনের মৃত্যু
Published on

গুয়াহাটিঃ রাজধানী দিল্লির কেরল বাগের একটি ফ্যাক্টরিতে আজ আগুন লাগে। আগুনে চার ব্যক্তি জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। কারখানার ভিতরে থাকা লোকজন সময়্মতো পালাতে পারলে ঘটনা এতটা মারাত্মক হতো না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল ইঞ্জিন ছুটে আসে। কি করে ফ্যাক্টরিতে আগুন লাগালো তার কারণ এখনও জানা যায়নি। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্ৰপাত বলে অনেকে মনে করছেন। ফ্যাক্টরির আশেপাশে থাকা বিল্ডিংগুলির লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com