দীপাবলির আনন্দোচ্ছ্বাসের মধ্যেই নগাঁওয়ে পথ দুর্ঘটনায় হত ১

দীপাবলির আনন্দোচ্ছ্বাসের মধ্যেই নগাঁওয়ে পথ দুর্ঘটনায় হত ১
Published on

রাজ্যে দীপাবলির আনন্দ উল্লাসের মধ্যেই বুধবার সন্ধ্যায় নগাঁও জেলার মাঝ-জাজরি নসত্ৰে এক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্ৰাণ হারান একজন সাইকেল আরোহী। মৃত ব্যক্তিকে বটদ্ৰবার কহুয়াতলির মণ্টু বরা নামে শনাক্ত করা হয়েছে।

প্ৰাপ্ত খবর আনু্যায়ী,মাঝ-জাজরি-বটদ্ৰবা সংযোগী সড়কে গতকাল সন্ধ্যায় একটা দ্ৰুতবেগী গাড়ি উল্টো দিক থেকে আসা ওই সাইকেল আরোহীর ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর গাড়িটি ওই স্থান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় মানুষ ঘটনা সম্পর্কে জাজরি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক হাসপাতালে পাঠায়। এদিকে পুলিশ দুর্ঘটনায় জড়িত ওই বাহন ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে যদিও এখনও পর্যন্ত গাড়িটির কোনও খবর সংগ্ৰহ করতে পারেনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com