
বাঁশের ব্যবহার ও এর বহুমুখী উপকারের কথা বিবেচনা করে মণিপুর মঙ্গলবার রাজ্যে দুদিনের কর্মসূচিতে বিশ্ব বাঁশ দিবস পালন করে। এ উপলক্ষে উদ্যোক্তারা কাংলা প্যালেস থেকে সিংজামেই পর্যন্ত একটি মিছিল বের করেন। উদ্যমী এবং বাঁশের সামগ্ৰী উৎপাদনকারীরা দিনটি পালনের জন্য এক জায়গায় সমবেত হন। বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্ৰীর একটি প্ৰদর্শনী এদিনের অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্ৰস্থল ছিল। এই প্ৰদর্শনীতে বাঁশের তৈরি ব্যাগ,সাইকেল,ল্যাম্প,অন্যান্য সাজানোর জিনিস রান্নাঘরের সামগ্ৰী ও আসবাব ইত্যাদি সবার নজর কাড়ে।
বাঁশ প্ৰকৃতির এক অপূর্ব অবদান। বিভিন্ন উদ্দেশ্যে বাঁশ ব্যবহারের চল রয়েছে। বেশ ঘটা করেই মণিপুরে এই উৎসব পালিত হয়ে আসছে। মণিপুর বিধানসভার অধ্যক্ষ ইয়ুমনাম খেমচান্দ বলেন,‘বাঁশের সামগ্ৰীর শ্ৰীবৃদ্ধি ঘটাতে পারলে তা রাজ্যের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে পারবে। বাঁশ শিল্পের উন্নতিকল্পে কেন্দ্ৰের আগ্ৰহের সঙ্গে এগিয়ে আসা উচিত-মন্তব্য করেন তিনি। মণিপুরে বাঁশ শিল্পের বিকাশে তিনি তাঁর সমর্থনের কথাও ব্যক্ত করেন।
বেম্বো ফোরাম অফ ইন্ডিয়ার সমন্বয়ক এবং উৎসব কমিটির আহ্বায়ক হাওবাম সুকুমার বলেন,বাঁশ হচ্ছে পরিবেশ বান্ধব এবং টেকসই এবং বাঁশের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে আমাদের এই দিবস পালন করা উচিত।