দুর্ঘটনার মুখ থেকে বাঁচল দুবাই গামী এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান

দুর্ঘটনার মুখ থেকে বাঁচল দুবাই গামী এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান
Published on

এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং IX-৬১১ বিমান আজ দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পায়। আজ সকালে তামিলনাডুর তিরুচিরাপল্লি অথবা ত্ৰিচি বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে বিমানটি উড়ান দেওয়ার সময় বিমানবন্দরের সীমানা প্ৰাচীরে বিমানের চাকা লেগে যায়। পাইলট বিমানের পথ পাল্টে বিমানটিকে মুম্বইয়ে জরুরি অবতরণ করান। অবাঞ্ছিত এই দুর্ঘটনার সময় বিমানে ১৩৬ জন যাত্ৰী ছিলেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষের রিপোর্টে বলা হয়েছে,বিমানটি নিরাপদে অবতরণ করায় পাইলট,বিমানকর্মী এবং যাত্ৰীরা সবাই অক্ষতই রয়েছেন। ঘটনার বিবরণে প্ৰকাশ,শুক্ৰবার রাত ১-২০ মিনিট নাগাদ বিমানটি তিরুচিরাপল্লি থেকে আকাশে ওড়ার সময় বিমানের চাকা এয়ারপোর্টের সীমানা প্ৰাচীরে ধাক্কা লাগে। বিমানটির ক্ষতির আশঙ্কা করে পাইলট সকাল ৫-৪০ মিনিট নাগাদ বিমানটিকে মুম্বইয়ে জরুরি অবতরণ করান। পরে অন্য একটি বিমান যাত্ৰীদের নিয়ে দুবাইর উদ্দেশে পাড়ি দেয়। চাকার ধাক্কায় তিরুচিরাপল্লি বিমানবন্দরের সীমানা প্ৰাচীরটির কিছু ক্ষতি হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com