দুলিয়াজানে ফাঁসিতে ঝোলা অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার

দুলিয়াজানে ফাঁসিতে ঝোলা অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার
Published on

দুলিয়াজানের বরডুবিতে ঘটেছে ভয়ঙ্কর অঘটন। বৈষ্ণব ধর্মের প্ৰচার নাহরকটিয়ার আসবাম চা বাগানের ৬৫ বছর বয়সী গণেশ তাঁতি এবং দিরিয়াল চা বাগানের ১৩ বছর বয়সী অষ্টম শ্ৰেণির ছাত্ৰী পূজা মোসাহারার ফাঁসিতে ঝোলা অবস্থায় মৃতদেহ টিলিঙা মন্দিরের কাছে একটি বিশ্ৰামাগার থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় গোটা অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটা আত্মহত্যা না হত্যাকাণ্ড তা পুলিশের তদন্তের পরই বোঝা যাবে। দুটো মৃতদেহের পা মাটি স্পর্শ করে থাকায় স্থানীয় মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্ৰ করে অঞ্চলটিতে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com