পঞ্চভূতে বিলীন ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর নশ্বর দেহ

পঞ্চভূতে বিলীন ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর নশ্বর দেহ
Published on

দেশের প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর অন্ত্যেষ্টি অনুষ্ঠান আজ বিকেল ৪.৫৭ মিনিটে স্মৃতিস্থলে রাষ্ট্ৰীয় মর্যাদায় সম্পন্ন করা হলো। পালিত কন্যা নমিতা ভট্টাচার্য প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীর মুখাগ্নি করেন। এরআগে তাঁর নশ্বর দেহ বিজেপির মুখ্য কার্যালয় থেকে স্মৃতিস্থলে নিয়ে আসা হয় পুষ্পসজ্জিত একটি গাড়িতে। বাজপেয়ীর অন্তিম যাত্ৰায় শামিল হন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং,বিজেপির সভাপতি অমিত শাহ,উত্তর প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ সহ বহু নেতা ও বিশিষ্টজন। তারা পায়ে হেঁটে স্মৃতিস্থলে যান। হাজার হাজার মানুষ বাজপেয়ীর অন্ত্যেষ্টি অনুষ্ঠানে চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান। অনেক বিদেশি প্ৰতিনিধিও অন্ত্যেষ্টিতে অংশ নেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com