গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়া নিরপেক্ষভাবে প্ৰস্তুতির কাজে জড়িত প্ৰত্যেক কর্মীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। একই সঙ্গে তিনি প্ৰত্যেককে শান্তি ও সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। মুখ্যমন্ত্ৰী বলেন,এনআরসি-র খসড়া প্ৰকাশের পরবর্তী পর্যায়েও কাউকে আইন ভাঙার সুযোগ দেওয়া হবে না।
সোনোয়াল সাংবাদিকদের বলেন,সুপ্ৰিমকোর্টের নির্দেশ ও তদারকিতে এবং রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়া ,কেন্দ্ৰ,রাজ্য সরকার ও জনগণের সহযোগিতায় এনআরসির কাজ সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে সম্পন্ন করা হয়েছে। প্ৰকাশিত তালিকাটি ‘একটা খসড়া মাত্ৰ। পরবর্তী পর্যায়ে ওজর আপত্তি জানানোর অঢেল সুযোগ ও সময় থাকছে নাম ছুটদের জন্য’।
এনআরসি-র বাকি কাজও সুপ্ৰিমকোর্টের তদারকিতে হবে। সব প্ৰকৃত ভারতীয়র নাম এনআরসিতে ঠাই পাবে-বলেন সোনোয়াল।