পাকিস্তানের নির্বাচনে প্ৰথম বিধানসভার আসন জিতলেন হিন্দু প্ৰার্থী মহেশ মালানি

পাকিস্তানের নির্বাচনে প্ৰথম বিধানসভার আসন জিতলেন হিন্দু প্ৰার্থী মহেশ মালানি
Published on

মহেশ মালানি প্ৰথম হিন্দু প্ৰার্থী যিনি পাকিস্তান পিপলস পার্টির(পিপিপি)হয়ে জাতীয় সংসদের নির্বাচনে জিতলেন। পাকিস্তানে নির্বাচনের দীর্ঘ ১৬ বছর পর এই প্ৰথম একজন অমুসলিম প্ৰার্থী নির্বাচনে লড়ার অধিকার পেলেন এবং দেশের সংসদীয় আসনে তিনি নির্বাচিত হলেন। দক্ষিণ সিন্ধু প্ৰদেশের থারপাকার দুই বিধানসভা আসনে মালানি ১৪ প্ৰার্থীকে হারিয়ে বিজয়ী ঘোষিত হন।

মালানি সাকুল্যে ভোট পেয়েছেন ১,০৬,৬৩০টি। তাঁর বিরোধী প্ৰার্থী গ্ৰ্যান্ড ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্সের আরবাব জাকাউল্লা ভোট পান ৮৭,২৫১টি। পাকিস্তানি হিন্দু মালানি ২০০৩-২০০৮ সাল পর্যন্ত পিপিপি-র সংরক্ষিত আসনে সাংসদ পদে বহাল ছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com