পুঞ্চ জেলা থেকে প্ৰচুর আগ্নেয়াস্ত্ৰ,বিস্ফোরক উদ্ধার

পুঞ্চ জেলা থেকে প্ৰচুর আগ্নেয়াস্ত্ৰ,বিস্ফোরক উদ্ধার
Published on

আসন্ন স্বাধীনতা দিবসের প্ৰাক্কালে কাশ্মীর উপত্যকায় আরও একবার সফল অভিযান চালানো ভারতীয় সেনা। সেনাবাহিনী পুঞ্চ জেলা থেকে আজ প্ৰচুর পরিমাণে আগ্নেয়াস্ত্ৰ,বিস্ফোরক ও গোলা বারুদ উদ্ধার করতে সক্ষম হয়। প্ৰাপ্ত রিপোর্ট অনুযায়ী উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্ৰ,বিস্ফোরকের মধ্যে রয়েছে ৭টি অ্যাসাল্ট রাইফেলস,১৪টি হ্যান্ড গ্ৰেনেড,৪০১রাউন্ড তাজা ৭.৬২ গোলাবারুদ।

প্ৰতিরক্ষা বিভাগের একজন মুখপাত্ৰের মতে,মান্ডি তহশিলের চাপরিয়ান-কেপি নালা এলাকা থেকে এই সব অস্ত্ৰ ও গোলাবারুদ উদ্ধার করে সেনারা। উদ্ধারকৃত সামগ্ৰীর মধ্যে ৪টি ৯এমএম পিস্তল,৭টি ম্যাগজিন ও ৩১ রাউন্ড গোলা ও অন্যান্য আগ্নেয়াস্ত্ৰ,গোলাবারুদ রয়েছে। স্বাধীনতা দিবসের সময় কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা অবশ্য পুলিশ উড়িয়ে দেয়নি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com