পূর্ব দিল্লি কেন্দ্ৰে এগিয়ে বিজেপি-র গৌতম গম্ভীর

পূর্ব দিল্লি কেন্দ্ৰে এগিয়ে বিজেপি-র গৌতম গম্ভীর
Published on

পূর্ব দিল্লি কেন্দ্ৰে প্ৰাক্তন ক্ৰিকেটার তথা বিজেপি প্ৰার্থী গৌতম গম্ভীর এগিয়ে রয়েছেন। সকাল ৯.৩০ পর্যন্ত গম্ভীর তাঁর নিকটতম কংগ্ৰেস ও আপ প্ৰার্থীর চেয়ে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। কংগ্ৰেস প্ৰার্থী অরবিন্দর সিঙের সঙ্গে প্ৰায় ৫৪,৫১৬ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন গম্ভীর।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com