
প্ৰবীণ সাংবাদিক তথা প্ৰাক্তন সাংসদ কুলদীপ নায়ার আজ নতুন দিল্লিতে মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। নায়ারের জন্ম হয়েছিল ১৯২৩ সালে,শিয়ালকোটে। প্ৰবীণ সাংবাদিক ও কলম লিখিয়ে হিসেবে তিনি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক নেতা,লেখক,সাংবাদিক এবং সমাজের সর্বস্তরের মানুষ শ্ৰদ্ধা জানিয়েছেন। দেশে জরুরি অবস্থার সময় বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন নায়ার। ভারত-পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বরাবর পক্ষপাতী ছিলেন তিনি।
দেশের প্ৰতি নায়ারের অবদান অসামান্য। রাজনৈতিক অঙ্গনেও ছিল তাঁর অবাধ বিচরণ। নায়ার ইউকে-তে ভারতের হাইকমিশনার পদ অলঙ্কৃত করছেন। রাজ্যসভার মনোনীত সদস্যও হয়েছিলেন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং,দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল টুইটার পোস্টে প্ৰয়াত সাংবাদিক নায়ারের প্ৰতি শ্ৰদ্ধা জানান। প্ৰধানমন্ত্ৰী মোদি তাঁর টুইটে বলেছেন,নায়ার যেমন দরদি ছিলেন,তেমনি মতামত প্ৰকাশে ছিলেন অকুতোভয়। জরুরি অবস্থার সময় বলিষ্ঠ পদক্ষেপের জন্য তিনি স্মরণে থাকবেন।
তাঁর মৃত্যুতে মোদি গভীর দুঃখ প্ৰকাশ করেছেন টুইটে। নায়ার অনেকগুলি বই লিখেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্ডিয়া আফটার নেহরু,ইমারজেন্সি,ইমারজেন্সি রিটোল্ড,উইথআউট ফিয়ার ইত্যাদি। নায়ার তাঁর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য লাইনস’-এ সাংবাদিক জীবনের ওপর গভীরভাবে আলোকপাত করেছেন। এই গ্ৰন্থে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খানের সঙ্গে তাঁর সাক্ষাৎকারের প্ৰসঙ্গটি নিখুতঁভাবে তুলে ধরেছেন তিনি।