
গুয়াহাটিঃ ফতেগড় সাহিব জেলার লখনপুর গ্ৰামে একটি নির্মীয়মাণ রাইস মিলের প্ৰাচীর ধসে ৬ জন শ্ৰমিকের মৃত্যু হয়। শোকাবহ ঘটনাটি ঘটে আজ সকাল ১০টা নাগাদ। ১৫ জন শ্ৰমিক ওই স্থানে কাজ করছিলেন। আচমকা প্ৰাচীর ধসে পড়ায় ১১জন ধ্বংস স্তূপে চাপা পড়েন। প্ৰাথমিক তদন্তে বলা হয়েছে নিম্নমানের সামগ্ৰী ব্যবহার করার জন্য এমন ঘটনা ঘটেছে। ফতেগড়ের জেলাশাসক শিবদুলার সিং ধীলন খবর পেয়েই এসএসপি অলকা মীনাকে নিয়ে অকুস্থলে ছুটে যান। তিনি জানান ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি দুজন মারা যান হাসপাতালে।
নিহতদের জগজিৎ সিং,মনজিৎ সিং,প্ৰেমেশ্বর,রাগবীর সিং,রণবীর সিং ও হরপ্ৰীত সিং নামে শনাক্ত করা হয়েছে। আহত পাঁচজনের অবস্থা খুবই সংকটজনক। উদ্ধারকারীরা প্ৰায় তিনঘণ্টা লড়ে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন। আচমকা প্ৰাচীর ধসে পড়ার কোনও আগাম সঙ্কেত না পাওয়ায় কেউই ছুটে পালাতে পারেননি। আহতদের প্ৰথমে খামানো হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধ্বংস স্থলে উদ্ধার অভিযানে তদারক করেন খামানোর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্ৰেট পরমজিৎ সিং। বাসি পাথানার বিধায়ক গুরপ্ৰীত সিং মিল মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করার দাবি জানিয়েছেন।