
উত্তর ফিলিপিন্সের বেনগুয়েট প্ৰদেশের ইটোগন শহরে সামুদ্ৰিক ঝড়ের ফলে খনিতে ধস নেমে কমপক্ষে ৩৩ জন মারা গেছেন। নিখোঁজ অন্যান্য ২৯ জন। সামুদ্ৰিক ঝড়ের ফলে বিভিন্ন স্থানে ধস নামে। অবরুদ্ধ হয়ে পড়ে পথঘাট। ধসে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় উদ্ধারকারীদের খনি এলাকায় পৌঁছতে যথেষ্ট বাধার মুখে পড়তে হয়। ইটোগনের মেয়র ভিক্টোরিও পালাংডন জানান,ধসে মৃতের কমপক্ষেও ১০০ হবে। তিনি আরও বলেন,দুটো বাংকহাউসে আনুমানিক ১০০ জন লোক বাস করতেন। শনিবার বিধ্বংসী সামুদ্ৰিক ঝড় মাংখাট-এর ফলে ধসে ওই মানুষগুলো কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে জীবন্ত চাপা পড়েছেন।