ফ্যান্সি বাজারে ভয়ঙ্কর বিস্ফোরণ,আহত ৪

ফ্যান্সি বাজারে ভয়ঙ্কর বিস্ফোরণ,আহত ৪
Published on

ফ্যান্সি বাজারের মহাত্মা গান্ধী পথে আজ এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। মাটির স্তূপে ঘটেছে এই বিস্ফোরণ। বিস্ফোরণে একটি পাকা প্ৰাচীর সহ পদপথের রেলিং ভেঙে চুরমার হয়ে যায়। চারজন ব্যক্তি বিস্ফোরণে আহত হয়েছেন। আহতদের নাম তাইফুদ্দিন আহমেদ,কল্পজ্যোতি তালুকদার,নারু দাস ও বিনীতা দাস। নারু ও বিনীতা বাইকে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। আহতদের ইতিমধ্যেই জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পদস্থ কর্মকর্তারা ইতিমধ্যেই অকুস্থলে ছুটে গিয়েছেন। বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বোমা বিশেষজ্ঞরা আসার পরই বোঝা যাবে এটা কী ধরনের বিস্ফোরণ ছিল। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে মাত্ৰ ২০০ মিটার দূরে ঘটেছে এই ঘটনা। দুর্গা পুজোর প্ৰাক মুহূর্তে এই ঘটনা শহরবাসীকে আতঙ্কিত করে তুলেছে।

গুয়াহাটি ফ্যান্সি বাজারের এম জি রোড আজ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণে কমপক্ষেও ৪ জন ব্যক্তি আহত হন। ডিজিপি কুলধর শইকিয়া ঘটনাস্থলে ছুটে গেছেন। ‘উৎসবের মরশুমে এমন ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এধরনের আরও হুমকি ঠেকাতে মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। আমরা বিস্ফোরণের আগাম কোনও আভাস পাইনি। যদি কোনও সংগঠন এধরনের আক্ৰমণের পরিকল্পনা এঁটে থাকে তাহলে তদন্তে তা বোঝা যাবে। এই মহূর্তে বিস্ফোরণের পিছনে কাদের হাত রয়েছে তা বলা যাচ্ছে না। কারণ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে সন্ত্ৰাসী কার্যকলাপ চলেছিল’-বলেন ডিজিপি শইকিয়া।

ওদিকে ক্যাবিনেট মন্ত্ৰী সিদ্ধার্থ ভট্টাচার্য বলেছেন,বহু প্ৰতীক্ষিত পুজোর আগে এজাতীয় বিস্ফোরণ সত্যিই দুর্ভাগ্যজনক। ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। আলফা স্বাধীন বিস্ফোরণের দায়িত্ব নিয়েছে বলে জানা গেছে। ভট্টাচার্য বলেন,এধরনের কাজের জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। নিরীহ মানুসের ক্ষতি করে তারা কী প্ৰমাণ করতে চাইছে?

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com