বাকসা জেলা থেকে ৯ ফুট দীর্ঘ বার্মিজ রক পাইথন উদ্ধার

বাকসা জেলা থেকে ৯ ফুট দীর্ঘ বার্মিজ রক পাইথন উদ্ধার
Published on

বাকসা জেলা থেকে ৯ ফুট দীর্ঘ একটি বার্মিজ রক পাইথন উদ্ধার করা হয়েছে। অজগরটির ওজন ১০ কেজি। জেলার সিমলা থানার অধীন কুন্ডামারি গ্ৰাম থেকে সোমবার সন্ধ্যায় অজগরটি উদ্ধার করে কৃপা বরগয়ারি নামের এক ব্যক্তি। বরগয়ারি বলেন,সন্ধ্যায় গ্ৰামে ফেরার পথে তারা দেখতে পান গ্ৰামবাসীরা অজগরটিকে মেরে ফেলার জন্য খুঁজছে। ‘আমরা সাপটিকে না মারার জন্য তাদের অনুরোধ করি’। এর পরই গ্ৰাম থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেই-বলেন বরগয়ারি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com