
গুয়াহাটিঃ রাজ্যে বিজেপি শাসিত জোট সরকারের গত দুবছরের শাসনকালে মহিলাদের ওপর নির্যাতন ও ধর্ষণ সংক্ৰান্ত ঘটনা ক্ৰমেই বেড়ে চলেছে। রিপোর্ট অনু্যায়ী এই সময়ের মধ্যে রাজ্যে ৪,১৩০টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। যৌতুকজনিত অপরাধের ঘটনা ঘটেছে ১৫ হাজারেরও বেশি। মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষার প্ৰতিশ্ৰুতি দিয়ে ২০১৬ সালে বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় আসে। সরকার অপরাধ,হিংসাযুক্ত অসম গড়ার স্বপ্ন দেখলেও আখেরে তেমনটা হয়নি। মহিলা নির্যাতন,ধর্ষণ,চুরি,ডাকাতি ও অন্যান্য অপরাধ লেগেই আছে।
সোমবার বিধানসভায় রাজ্য সরকারের পেশ করা তথ্যেই ধর্ষণ ও যৌতুকজনিত ঘটনা বেড়ে চলার পরিষ্কার ছবি ফুটে ওঠে। বিধানসভার অধিবেশন চলা কালে উদ্যোগমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি,মুখ্যমন্ত্ৰীর হয়ে এই তথ্য তুলে ধরে বলেন,রাজ্যে গত দুবছরে ৪,১৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং যৌতুকজনিত মামলা নথিভুক্ত হয়েছে ১৫,৪৭০টি। অগপ বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতার এক প্ৰশ্নের জবাবে পাটোয়ারি কথাগুলি বলেন। পাটোয়ারি আরও বলেন,এসময়ে অপহরণের ঘটনা ঘটেছে ১৫,৭৪১টি। ৩২,২৪৮টি ডাকাতি এবং ২,৪৩৮টি হত্যাকাণ্ড ঘটেছে ২০১৪ থেকে ২০১৬-এর মধ্যে। ২০১৬ থেকে অন্ধবিশ্বাস ও ডাইনি সন্দেহে হত্যার ঘটনা ঘটেছে ২১টি। তাছাড়া সন্ত্ৰাসজনিত সংঘর্ষে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মোট ৫৬ নিরাপত্তা রক্ষীদের হাতে মারা গেছে। এসময়ে বিভিন্ন সংঘর্ষে ৭ জন নিরাপত্তা রক্ষীর মৃত্যু এবং ১৪ জন আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।