
বিশ্বনাথ জেলার জিনজিয়া থানার অধীনে কুহিয়ারবারির বালি ও পাথরের কোয়ারি থেকে কিছু দূরে থাকা একটি পরিত্যক্ত কুয়ো থেকে একজন পুরুষ মানুষের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকেরা মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। মৃত ব্যক্তিটির নাম মতন নাহেকিয়া বলে শনাক্ত করেছেন স্থানীয়রা। মৃতের বয়স ৫০-৫৫-এর মধ্যে হবে। জিনজিয়া পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এই মুহূর্তে কিছুই জানা যায়নি।