নয়াদিল্লিঃ ভারত ও ভুটানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে চলতি বছরেই। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং ভুটানের প্ৰধানমন্ত্ৰী টি শেরিংটবগে শুক্ৰবার দুদেশের মধ্যে সম্পর্কের বাঁধন আরও মজবুত করা নিয়ে দিল্লিতে একপ্ৰস্ত আলোচনা করেছেন। উন্নয়নমূলক কাজে শরিকানা ও সহযোগিতা জোরদার করা নিয়ে আলোচনা সদর্থকই হয়েছে। বিদেশ মন্ত্ৰকের মুখপাত্ৰ রভেশ কুমার দুই রাষ্ট্ৰপ্ৰধানের নেতৃত্বে প্ৰতিনিধি পর্যায়ে আলোচনার পর টুইটারে একথা জানান।