মণিপুরে কিশোরী ধর্ষণ ও হত্যার দায়ে অপরাধীর মৃত্যুদণ্ডের সাজা শোনাল কোর্ট

মণিপুরে কিশোরী ধর্ষণ ও হত্যার দায়ে অপরাধীর মৃত্যুদণ্ডের সাজা শোনাল কোর্ট
Published on

২০১৫ সালে ৪ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের অপরাধে মণিপুরের একটি জেলা আদালত মঙ্গলবার ২১ বছর বয়সী এক যুবককে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। স্বাধীনতার পর মণিপুরে এধরনের সাজা এটাই প্ৰথম। ২১টি সাক্ষ্যসাবুদ পরীক্ষা করার পর অভিযুক্ত আর ডেভিডের বিরুদ্ধে ২০১৮-র ৫ জুলাই চার্জ গঠন করা হয়।

মারাম কাভানাম গ্ৰামে ২০১৫ সালে ঘটনাটি ঘটেছিল। মাও থানায় একটি একতরফা মামলা নথিভুক্ত হওয়ার দুদিন পর অভিযুক্তকে গ্ৰেপ্তার করা হয়েছিল। পকসো আইনে ডেভিড দোষী ঘোষিত হওয়ার একদিন পর বিশেষ বিচারপতি এ নতুনশ্বরী দেবী তার মৃত্যুদণ্ডের রায় দেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com