মহিলা বিলের ওপর নিঃশর্ত সমর্থনের প্ৰস্তাব রাহুলের

মহিলা বিলের ওপর নিঃশর্ত সমর্থনের প্ৰস্তাব রাহুলের
Published on

প্ৰধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেন,সংসদের বাদল অধিবেশনে কংগ্ৰেস মহিলা সংরক্ষণ বিলের ওপর নিঃশর্ত সমর্থনের প্ৰস্তাব দেবে। তিনি বলেন,‘আমাদের প্ৰধানমন্ত্ৰী বলেছেন মহিলা সবলীকরণে তিনি নাকি একজন ধর্মযোদ্ধা’? তাই দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাসে তিনি কতটা আগ্ৰহী তা দেখানোর সময় এসেছে। তিন তালাক বিল পাসে কংগ্ৰেস বড় বাধা বলে মোদি যে অভিযোগ করেছেন তারই প্ৰেক্ষিতে রাহুলের এই মন্তব্য। মহিলা বিলে বিধানসভা ও সংসদের মোট আসনের এক তৃতীয়াংশ সংরক্ষণের প্ৰস্তাব রাখা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com