কলকাতাঃ এনআরসি নবায়ন নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অসমের বিভিন্ন থানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দাখিলের একদিন পার হতেই শিলচর থেকে ফিরে গিয়ে অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করেছেন তৃণমূল কংগ্ৰেসের(টিএমসি)নেতারা।
শিলচর বিমানবন্দরে দলীয় প্ৰতিনিধিদের হয়রানি ও হাতাহাতির অভিযোগে শুক্ৰবার পশ্চিমবঙ্গের বিধায়ক মহুয়া মৈত্ৰ আলিপুর থানায় দাখিল করেছেন তাঁর এফআইআর। তৃণমূলের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মমতাবালা ঠাকুর তাদের এফআইআর দাখিল করেছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন নেতাজি সুভাষ চন্দ্ৰ বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায়।
এফআইআরে অভিযোগে করা হয়েছে ‘শিলচরে পুলিশ প্ৰশাসন তৃণমূলের ৮ জনের প্ৰতিনিধিদলকে অবৈধভাবে আবদ্ধ রেখে হেনস্তা ও নিগৃহীত করেছে। অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশেই তাদের হেনস্তা করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন এফআইআরে। ওদিকে দিশপুর বলেছে,এনআরসির খসড়া প্ৰকাশের পরবর্তী সময়ে তৃণমূল যদি নতুন করে অসমের পরিস্থিতি বিগড়ানোর চেষ্টা করে তাহলে ওই দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
রাজ্যের পরিবহণ ও শিল্পমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বলেন,টিএমসি জাতীয় নিরাপত্তার কথা মোটেই ভাবছে না। ওই দল অসমের এনআরসি খসড়া প্ৰকাশের পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তাই টিএমসি যদি নতুন করে জলঘোলা করার চেষ্টা করে তাহলে দিশপুর কঠোর বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হয়ে পড়বে-বলেন পাটোয়ারি।