অনাস্থা নিয়ে শুক্ৰবার সংসদে বিতর্ক চলাকালে কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী প্ৰধানমন্ত্ৰীকে ক্ষুরধার আক্ৰমণ শানান। মোদি ‘জুমলা স্ট্ৰাইক’ শুরু করেছেন অভিযোগ এনে রাহুল কটাক্ষ করেন,তিনি চৌকিদার নন,একজন ভাগিদার। ‘মোদি যুবক,কৃষক,দলিত ও মহিলাদের অগ্ৰাহ্য করে শিল্পপতি বন্ধুদের পাশে দাঁড়াচ্ছেন। রাফেল বিমান চুক্তি নিয়ে মিথ্যে বলেছেন। চিনের প্ৰেসিডেন্ট জি জিনপিঙের কাছে ডোকলাম ইস্যু না তুলে সেনার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন’ বছরে দুকোটি কর্মসংস্থান ও প্ৰত্যেকের অ্যাকাউণ্টে ১৫ লক্ষ টাকা জমা করার প্ৰতিশ্ৰুতির খেলাপ করেছেন মোদি। বিতর্কে অংশ নেবারপর রাহুল আচমকা মোদিকে আলিঙ্গন করায় সংসদ এক নতুন দৃশ্যের সাক্ষী হয় এদিন।