রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মৃতের সংখ্যা বেড়ে ২০

রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মৃতের সংখ্যা বেড়ে ২০
Published on

গুয়াহাটিঃ রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার থেকে বিভিন্ন নদীর জল হ্ৰাস পেতে শুরু করলেও মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী বন্যায় ১৭ জন ও ভূমিস্খলনে ৩ জনের মৃত্যু হয়েছে। ধনশিরি,বরাক ও কুশিয়ারা নদী এখনও বিপদ সীমার ওপর দিয়ে বইছে। বন্যা ও ভূমিস্খলনে ৭২৭টি গ্ৰামের ৫,৬৪,০৭৪জন ক্ষতিগ্ৰস্ত হয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com