
যৌন কেলেংকারি এখন বলিউডের পিছু ছাড়ছে না। খ্যাতনামা অভিনেতা নানা পাটেকর,বিকাশ বেহল যৌন কেলেংকারি বিতর্কে জড়ানোর পর এবার ‘সংস্কারী’ অভিনেতা অলক নাথের নাম উঠে এসেছে। ফাস্ট পোস্ট ফিল্মমেকার এর রিপোর্ট অনু্যায়ী এবং লেখিকা ভিন্টা নন্দা প্ৰবীণ অভিনেতার বিরুদ্ধে যৌন আতিশয্য ও অশালীন আচরণের অভিযোগ এনেছেন। সোমবার ভিন্টা নন্দা তাঁর ফেসবুক পেজে এই লজ্জাজনক ঘটনাটি পোস্ট করেছেন,যেখানে তিনি লিখেছেন ফাস্ট পোস্টের সঙ্গে তার সাক্ষাৎকারের বিষয়টি। ফাস্ট পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে নন্দা তাঁর সঙ্গে অলক নাথের ওই ঘটনার কথা স্মরণ করেছেন,যা ঘটেছিল দুদশক আগে। ওই ঘটনার পর নন্দা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কথাও উল্লেখ করেছেন। মানসিক যন্ত্ৰণা এড়াতে তিনি মদে ডুবে থাকতেন। টিভি সিরিয়াল ‘তারা’ র শুটিঙের সময় ঘটনাটি ঘটেছিল। তবে ভিন্টা পোস্টে সরাসরি অভিনেতার নাম উল্লেখ করেননি। তিনি শুধু অভিযুক্তকে ‘সংস্কারী’ অভিনেতা বলে ইঙ্গিত দিয়েছেন। তারা সিরিয়ালে মুখ্য অভিনেতা ছিলেন অলক নাথ।