শদিয়া থেকে রাজ্যের ৭০টি সংগঠনের সংকল্প যাত্ৰা

শদিয়া থেকে রাজ্যের ৭০টি সংগঠনের সংকল্প যাত্ৰা
Published on

নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ বাতিলের দাবিতে রাজ্য জুড়ে সংকল্প যাত্ৰা শুরু করেছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ(অজাযুছাপ),কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি(কেএমএসএস)সহ রাজ্যের ৭০টি জাতি ও জনগোষ্ঠীয় সংগঠন।

শদিয়া থেকে এই সংকল্প যাত্ৰার শুরু হয়। একই সঙ্গে সংকল্প যাত্ৰা বের করা হয় রাজ্যের ডিফু,জোনাই ও ধুবড়ি থেকেও। রবিবার সকাল দশটায় মোটর সাইকেল ও গাড়ি নিয়ে বের করা এই সংকল্পযাত্ৰা। সংকল্পযাত্ৰীরা ১৬ নভেম্বর গুয়াহাটি এসে পৌঁছবে। ওই দিনই সংকল্পযাত্ৰীরা গুয়াহাটিতে জনতাভবন ঘেরাও করে নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে সোচ্চার প্ৰতিবাদ জানাবে। রাজ্যের ৭০টি জাতি ও জনগোষ্ঠীয় সংগঠনের কেন্দ্ৰীয় নেতৃত্ব শদিয়া থেকে ১০০০টি বাইক নিয়ে এই মিছিল বের করেছে।

বিজেপি এবং আরএসএস অসমকে ধ্বংস করতে চাইছে। জাতিধ্বংসী ওই বিলটি অসমের মানুষ চান না। তাই বিল বাতিল না হওয়া অবধি আন্দোলন যেমন চলছে তেমনি চলবে বলে মন্তব্য করে কৃষক নেতা অখিল গগৈ বলেন,সরকার অবিলম্বে বিলটি বাতিল করুক। যদি সরকার তা না করে তাহলে তাদের পদত্যাগ করা উচিত।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com