

গুগল ডুডল আজ সারা বিশ্বের শিক্ষকদের প্ৰতি শ্ৰদ্ধা জানিয়ে শিক্ষক দিবস পালন করেছে। ভারতে প্ৰতি বছর ৫ সেপ্টেম্বর দেশের দ্বিতীয় রাষ্ট্ৰপতি,বিদগ্ধ পণ্ডিত,দার্শনিক,রাজনীতিক এবং সর্বোপরি একজন সেরা শিক্ষক ড.সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন আখ্যায় ভূষিত রাধাকৃষ্ণন সমসাময়িক হিন্দু অস্তিত্ব গঠন এবং ভারত ও পশ্চিমি সংস্কৃতির মধ্যে সমন্বয় ঘটাতে এবং হিন্দুত্ববাদের মূল তত্ত্ব বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাছাড়া ভারতের স্বাধীনতা সংগ্ৰামেও তিনি ছিলেন একজন সক্ৰিয় সদস্য। দেশের দ্বিতীয় রাষ্ট্ৰপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্ৰতি সম্মান জানাতে ১৯৬২ সাল থেকে ভারতে শিক্ষক দিবস পালন করে আসা হচ্ছে। শিক্ষক দিবসের এই শুভক্ষণের কার্যসূচিতে গুগল ডুডলও সারা দেশের সঙ্গে অংশ নেয়।