শিলং স্বাভাবিক হচ্ছে, মুখ্যমন্ত্ৰীর সঙ্গে কথা বললেন এনসিএম সদস্যরা

শিলং স্বাভাবিক হচ্ছে, মুখ্যমন্ত্ৰীর সঙ্গে কথা বললেন এনসিএম সদস্যরা
Published on

শিলং স্বাভাবিক হচ্ছে। ৩১ মে থেম লিউ মাওলঙে এক মহিলা ও বাস চালকের মধ্যে বচসা থেকে হিংসার সূত্ৰপাত। এলাকায় পাঞ্জাবিরা বাস করছেন দীর্ঘদিন। বিক্ষোভকারীরা হরিজনদের ওই এলাকা ছাড়ার দাবি করেছে। এনসিএম সদস্য মনজিৎ সিং রাই বুধবার মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমার সঙ্গে কথাও বলেন এবিষয়ে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com